হেয়ার গ্রোথের জন্য কি করলে ভালো হবে?
হেয়ার গ্রোথের জন্য কি করলে ভালো হবে?
হেয়ার গ্রোথের জন্য সব থেকে ভাল উপায় হল হেয়ার ট্রিটমেন্ট অথবা হেয়ার ম্যাসাজিং। আপনি পার্লারের কেমিকেল প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট কিংবা ম্যাসাজিং না করে,বাড়িতেই প্রাকৃতিক উপায়ে তা করতে পারেন। নিচে তা লিখে দেয়া হল:
- ১দিন পর পর চুলে শ্যাম্পু করবেন এবং শ্যাম্পু করার ১ঘণ্টা আগে সামান্য অলিভ অয়েল গরম করে চুলে কমপক্ষে ৫মিনিট ধরে মাসাজ করুন।
- সপ্তাহে কমপক্ষে ৩দিন এলোভেরা জেল এবং পেয়াজের রস একত্রে মিশিয়ে চুলে লাগাবেন এবং ২ঘণ্টা পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন,আপাতত ৪-৫ ঘণ্টা চুলে শ্যাম্পু লাগাবেন না।
- প্রতিদিন চুলে চিরুনি করুন যাতে মাথার তালুর রক্ত সংবহন বৃদ্ধি পায়।
- প্রতিদিন গোসলের আগে লেবুর রস ও সামান্য গোলাপজল একত্রে করে চুলে ম্যাসাজ করতে পারেন।
- সপ্তাহে একদিন ডিমের সাদা অংশ ও টক দই একত্রে করে চুলে লাগাবেন।