হ্যালুসিনেশন কি? হ্যালুসিনেশন কেন হয়?
হ্যালুসিনেশন কি? হ্যালুসিনেশন কেন হয়?
হ্যালুসিনেশন হল এমন এক মানসিক অবস্থা যখন কেউ ভ্রান্তির ভেতর বসবাস করে অজান্তে।যেমন ধরুন কেউ একজন হয়তো দাবী করে অদৃশ্য কেউ তার কানে কানে কথা বলে যায়— তার মানে ঐ ব্যাক্তির শ্রবণেন্দ্রিয়ের হ্যালুসিনেশন ঘটে থাকে। হ্যালুসিনেশন দেহের প্রতিটি ইন্দ্রিয়তে ঘটতে পারে।
সাধরণত যেসব কারণে হ্যালুসিনেশন ঘটতে পারে— • সিজোফ্রেনিয়া, সিভিয়ার মুড ডিসঅর্ডার, ডিল্যুশনাল ডিসঅর্ডারে রোগীর প্রায়ই হ্যালুসিনেশন হতে পারে। • মস্তিস্কের সমস্যায় হ্যালুসিনেশন হতে পারে। • শরীরে লবণের তারতম্যের জন্যেও স্বল্পমেয়াদের হ্যালুসিনেশন দেখা দিতে পারে।এছাড়া যেসব কারণে এটি হয়:
• প্রচণ্ড জ্বর হলে, বিশেষ করে শিশুদের হ্যালুসিনেশন হয়। • মৃগীরোগ, বিষণ্নতা, হিস্টিরিয়া এমনকি ব্রেন টিউমারের বেলাতেও হ্যালুসিনেশন ঘটতে পারে। • স্নায়ুতেন্ত্রর রোগে এই সমস্যা দেখা দিতে পারে। • ইন্দ্রিয়ের সমস্যায় হ্যালুসিনেশন ঘটতে পারে। • লিভার বা কিডনির সমস্যা, ব্রেইন ক্যান্সার প্রভৃতি মারাত্মক রোগে আক্রান্ত হলে। • মাত্রারিক্ত ড্রাগস বা অ্যালকোহল সেবনের কারণেও হ্যালুসিনেশন হতে পারে ।