১জন মুসলিম এবং হিন্দুর মধ্যে পার্থক্য কোথায় !!! আল্লাহ কি সব জায়গায় বিরাজমান ??

১জন মুসলিম এবং হিন্দুর মধ্যে পার্থক্য
কোথায় !!!
আল্লাহ কি সব জায়গায় বিরাজমান ??

Supporter Asked on April 21, 2015 in ইসলাম ধর্ম.
Add Comment
1 Answer(s)

    আল্লাহ আরশে সমাসীন এ মর্মে
    পবিত্র কুরআনে ৭টি আয়াত বর্ণিত হয়েছে।
    (১) আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের
    প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি
    আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি
    করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন
    হন’ ( সুরা আ‘রাফ ৭/৫৪)।
    ( সুরা ইউনুস ১০/৩)।
    ( সুরা রা‘দ ১৩/২)
    ( সুরা ত্ব-হা ২০/৫)।
    ( সুরা ফুরক্বান ২৫/৫৯)।
    ( সুরা সাজদাহ ৩২/৪)।
    ( সুরা হাদীদ ৫৭/৪)।
    উল্লেখিত আয়াতগুলো দ্বারা প্রতীয়মান
    হয় যে, আল্লাহ তা‘আলা আরশে সমাসীন
    আছেন। কিভাবে সমাসীন আছেন, একথা
    বলতে নিষেধ করা হয়েছে।আল্লাহ
    তা‘আলা আসমানের উপর আছেন।
    এ মর্মে মহান আল্লাহ বলেন, ‘তোমরা কি
    (এ বিষয়ে) নিরাপদ হয়ে গেছ যে, যিনি
    আকাশের উপর রয়েছেন তিনি তোমাদের সহ
    ভূমিকে ধসিয়ে দিবেন না? আর তখন ওটা
    আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে।
    অথবা তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে,
    আকাশের উপর যিনি রয়েছেন তিনি
    তোমাদের উপর পাথর বর্ষণকারী
    বঞ্ঝাবায়ু প্রেরণ করবেন না? তখন তোমরা
    জানতে পারবে কিরূপ ছিল আমার
    সতর্কবাণী’? ( সুরা মুলক ৬৭/ ১৬-১৭)।
    ইমাম আবু হানীফা (রহঃ) বলেন,‘যে বলবে
    যে, আল্লাহ আসমানে আছেন, না যমীনে তা
    আমি জানি না, সে কুফরী করবে। কেননা
    আল্লাহ বলেন, রহমান আরশে সমাসীন। আর
    তার আরশ সপ্ত আকাশের উপর। (ইজতিমাউল
    জুয়ূশিল ইসলামিয়্যাহ, পৃঃ ৯৯)
    ইমাম মালেক (রহঃ) বলেন,‘আল্লাহ
    আকাশের উপর এবং তাঁর জ্ঞানের পরিধি
    সর্বব্যাপী বিস্তৃত। কোন স্থানই তাঁর
    জ্ঞানের আওতার বহির্ভূত নয়’।
    (ইজতিমাউল জুয়ূশিল ইসলামিয়্যাহ,পৃঃ
    ১০১)

    Professor Answered on April 21, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.