আমাকে কিছু ভালো উপদেশ দেবেন কি যাতে আমি মোটিভেট হতে পারি?

    আমাকে কিছু ভালো উপদেশ দেবেন কি যাতে আমি মোটিভেট হতে পারি?

    Default Asked on April 20, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ব্যাক্তিগতভাবে যারা উপদেশ দেয়, তাদের আমি পছন্দ করি না। সমাজে উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই। তাছাড়া যাকে উপদেশ দেওয়া হয়- সে উপদেশ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। এজন্য আমি কাউকে উপদেশ দেই না। তবে পরামর্শ দেই। ভালো পরামর্শ। যেটা শুনলে তার হয়তো উপকার হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। তাকে অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে। মাথায় রাখবেন দরিদ্র থাকা যাবে না। মানবেতর জীবনযাপন করা যাবে না। নিজের সমস্ত ভালোত্ব দিয়ে, সমস্ত মেধা দিয়ে- সামনে এগিয়ে যেতে হবে। অসম্ভব কিছু নয়। চেষ্টা করলেই সম্ভব।

      দেখুন বই পড়ে সাঁতার শেখা যায় না। বই পড়ে গাড়ি চালানো শেখা যায় না। সাঁতার শিখতে হলে আপনাকে পানিতে নামতে হবে। গাড়ি চালানো শিখতে হলে আপনাকে গাড়িতে বসতে হবে। এখন যদি আপনি পানি ভয় পান তাহলে সাঁতার শিখবেন কেমন করে? অসৎ মানুষেরা ভীতু হবে, সৎ মানুষেরা সাহসী হয়। ঠিক তেমনি আপনার জীবন, আপনিই ঠিক করবেন- জীবনটা কি করে সাজাবেন। পথ আপনাকেই খুঁজে বের করতে হবে। মোটিভেট হওয়ার কিচ্ছু নাই। শুধু আপনার মধ্যে তীব্র ইচ্ছা থাকতে হবে। তীব্র ইচ্ছা থাকলেই মানুষ অনেক কিছু করতে পারে। পরিশ্রম করতে ভয় পাবেন না। নো নেভার।

      সহজ সরল জীবনযাপন করুণ। টাকা ইনকাম করতে শিখুন। পরিশ্রমী মানুষ হোন। সৎ জীবনযাপন করুণ। নিজের কথা ভাবুন, নিজের পরিবারের কথা ভাবুন। একাএকা ভালো থাকা, ভালো না। উচিৎ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা। দায়িত্ব নিতে ভয় পাবেন না। কাজকে ভয় পাবেন না। মনে সাহস রাখুন। মনে বিশ্বাস রাখুন, অনেক দূর যেতে হবে আপনাকে। বিখ্যাতদের জীবনী পড়ুন। সবাইকে দেখিয়ে দেন। অনন্য উচ্চতায় চলে যান। নেলসন মেন্ডেলার কথা ভাবুন। ভাবুন চার্লি চ্যাপলিনের কথা। মহাত্মা গান্ধী। গৌতম বুদ্ধের কথা ভাবুন। নিজের লক্ষ্য তৈরি করুণ। তারপর লক্ষ্যের দিকে এগিয়ে যান।

      জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ন লেখাপড়া। প্রচুর পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তারপর ভালো চাকরি বা বিজনেস করতে হবে। টাকা ইনকাম করতে হবে, প্রচুর টাকা। এই টাকা দিয়ে আপনি প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। স্টুডেন্ট থাকা অবস্থায় প্রেম ভালোবাসায় জড়াবেন না। আগে নিজের ক্যারিয়ার তৈরি করুণ। ধর্ম নিয়ে মাতামাতি করবেন না। কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস রাখবেন না। উন্নত চিন্তা ভাবনা করুণ। আধুনিক জীবনযাপন করুণ। আধুনিক টেকনোলোজি সম্পর্কে ধারনা রাখুন। উন্নত বিশ্ব কিভাবে চলছে, সেদিকে চোখ রাখুন।

      পরিবারের প্রতি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করুণ। এরপর সমাজের জন্য ভালো কিছু করুণ। দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দেন, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন, একজন বেকারকে চাকরি পাইয়ে দেন। যখন আপনি ভালো ভালো কাজ করবেন, তখন আপনি একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবেন। মানবিক মানুষ। ভালো মানুষ। মনে রাখবেন- এই দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য। দশজন মানুষ যেরকম আপনার সেরকম হওয়ার দরকার নেই। আপনি দশজনের চেয়ে আলাদা হোন। কে কি ভাবলো সেটা নিয়ে মন খারাপ করবেন না। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান।

      লোভ করবেন না। কারো ক্ষতি করবেন না। অসৎ হবেন না। মন্দ মানুষদের সাথে মিশবেন না। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। সহ্য করতে শিখুন। প্রয়োজনে একা থাকবেন। চেষ্টা করবেন ভালো এবং বুদ্ধিমান মানুষদের সাথে আড্ডা দিতে। সময় অপচয় করবেন না। সময় খুব মূল্যবান। যদি নিজের কাছের আত্মীয়স্বজনও মন্দ হয়, তাদের এড়িয়ে চলবেন। ভালো ভালো বই পড়বেন। মুভি দেখবেন। ভ্রমন করবেন। অকারনে রাত জাগবেন না। টানা ৮ থেকে ১০ ঘন্টা ঘুমাবেন। পুষ্টিকর খাবার খাবেন। সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে জীবনের লক্ষ্যে পৌছাতে পারবেন না। আপনার জন্য শুভকামনা।

      Professor Answered on April 20, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.