আমাদের জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত?

    আমাদের জীবনের আসল লক্ষ্য কী হওয়া উচিত?

    Add Comment
    1 Answer(s)

      ১৭০০ সালে এই পৃথিবীতে কতজন মানুষের বসবাস ছিলো? ৪০০ কোটির ভিতরে হবে আশা করি… এই ৪০০ কোটির কোনো মানুষ কি ২০২১ সাল পর্যন্ত বেচে আছে? বোধহয় নেই।

      এর মানে বর্তমানে আজকের দিনের ৭০০ কোটি মানুষ ২৪০০ সালের মধ্যে ভেনিশ হয়ে যাবে। সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম থাকবে। আবার তারাও চলে যাবে। একটা সাইকেল যেটা কন্টিনিয়াসলি চলতেই আছে।

      আমার কেনো জানি মনে হচ্ছে আমি খুব ঘোরের মধ্যে আছি।

      এই ধরেন, আমি আমার জীবন নিয়ে খুব সিরিয়াস,সবকিছু এখন খুব কমপ্লেক্স/ জটিল ভাবে দেখি। আমাকে মৃত্যু শয্যায় যদি প্রশ্ন করা হয়, আপনি আপনার জীবনের জার্নি নিয়ে কিছু বলেন? আমি তখন কি বলতে পারি। এইতো ওইদিন জন্ম নিলাম। মনে হচ্ছে যেনো চোখের পলকেই এতো গুলো বছর কাটায়ে দিলাম। কিভাবে যে চলে গেলো, তারপর ভিজে যাওয়া চশমাটা একটু মুছব।

      বর্তমান আমি, খুব ইচ্ছে অনেক নেম, অনেম ফেম থাকবে। পুরো পৃথিবীর মানুষজন আমাকে চিনবে। অনেক টাকা-পয়সা থাকবে। এই প্রথিবী জুড়ে আমার রাজত্ব থাকবে। তারপর প্রথিবী ছেড়ে অন্য কোনো গ্রহ আবিস্কার করব, সেখানেও আমার রাজত্ব থাকবে। সবই বুঝলাম, মোদ্দাকথা অনেক গুলো ক্ষমতার মালিক হতে চাচ্ছি।

      স্টপ , , , , একটা ইকুয়েশন মিলাতে গিয়েই সব ইচ্ছে গুলোতে গন্ডগোল লেগে যাচ্ছে। এতোকিছু করার কিংবা হওয়ার ইচ্ছা , সেটা কার জন্যে????????

      যদি লোক দেখানোই আমার ইচ্ছে হয় তাহলে ২৪০০ সালের মধ্যেতো এই প্রজন্মের কেউ বেচে থাকবে না। আর আমি মরে যাওয়ার পর মানুষ আমাকে মনে করলে আমার কি লাভ? আমিতো কিছুই অনুভব করতে পারব না। মরে যাওয়ার পর মানুষ আমাকে গালি দিক কিংবা প্রশংসার সাগরে ভাসিয়ে দিক। আমি যেটা অনুভব করতে পারব না সেটা কি আদৌ কোনো কাজের?????

      আমার সম্পদ আর ক্ষমতা আমার পরের প্রজন্ম ব্যবহার করতে পারবে, সেটাও আমার ইচ্ছে হতে পারে। কিন্তু আমার মৃত্যুর পর এই পৃথিবীর মানুষ নিয়ে কি আমার কোনো টেনশন থাকবে? আমার ছেলেপুলে ঠিকঠাক আমার টাকা-পয়সা , ক্ষমতা ব্যবহার করতে পারছে কিনা। সেটার চিন্তাভাবনা আমি কি কবর থেকে করতে পারব? একটা হাদিস মনে পড়ছেঃ কবর প্রথমে একটা চাপ দিবে, আমি পৃথিবীর সকল সুখ, শান্তি ভুলে যাব। তারপর আবার আরেকটা চাপ দিবে, পৃথিবীতে থাকাকালীন সকল দুঃখ আর বেদনা ভুলে যাব।

      আমি আসলে বিরাট একটা কনফিউশনে ভুগছি। আশে পাশের মানুষজন বেচে থাকার জন্য এতো আয়োজন করছে , উনার জায়গা উনি দখল করছে, উনাকে মেরে উনি ক্ষমতায় আসতে চাচ্ছে, যেভাবেই হোক ডাক্তার হতেই হবে কিংবা ক্লাসের প্রথম হতেই হবে অথবা পৃথিবীর অবিস্মরণীয় কেউ হতে হবে। এই যে কত শত চাওয়া এই অল্প ছোট্ট একটা জীবনে। আমরা কি সবাই ঘোরের মধ্যে আছি???

      আসলে কি করা উচিত ছিলো অথবা কি করছি এখন ?????? , ইকুয়েশন গুলো মিলানো খুব একটা জরুরি না, কিন্তু জানা জরুরি ।

      আমার প্রশ্নবোধক চিহ্ন জায়গা গুলোর উত্তর আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। জানতে চাচ্ছি। ইন জেনারেল ডিসকাশন লাগবে। কোনো নির্দিষ্ট ধর্মীয় দিক থেকে না।

      Professor Answered on May 9, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.