আলকুশি খেলে কি কি উপকার হয় ?

    আলকুশি খেলে কি কি উপকার হয় ?

    Doctor Asked on July 11, 2019 in চিকিৎসা.
    Add Comment
    1 Answer(s)

      আলকুশি খেলে যা উপকার হয়:

      • এর শিকড়ের রস এক চামচ করে একমাস খেলে আমাশয় রোগ সারে।
      • আলকুশীর পাতার রস ফোঁড়ায় দিলে অচিরেই সেটি ফেটে যায়।
      •  এর বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।
      •  এর শিকড়ের রসে জ্বর, সর্দি-কাশি ভালো করে।
      •  আলকুশীর শিকড়ের মণ্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময়ে বেশ উপকার।
      •  এর কাণ্ডের রস চোখের রোগের ক্ষেত্রেও ফলপ্রসূ।
      • বুকে জমে থাকা কফ সারাতে এর মূল বেশ কার্যকরি।
      • আলকুশির পাতা শাকের মত রেধে খেলে রক্তপিত্ত থেকে আরোগ্য হবে।
      Professor Answered on July 11, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.