একজন কম্পিউটার অপারেটর এর কি কি বিষয় জানা থাকা আবশ্যক?

    একজন কম্পিউটার অপারেটর এর কি কি বিষয় জানা থাকা আবশ্যক?

    Add Comment
    1 Answer(s)

      বেসিক অপারেটিং সিস্টেমঃ
      প্রথমেই আমার কাছে মনে হয়েছে যেকোন একটি অপারেটিং সিস্টেম (উইন্ডোজ দিয়েই শুরু করতে পারেন) দিয়ে বেসিক কিছু কাজ শিখে ফেলা। যেমন কিভাবে কম্পিউটার চালু/বন্ধ করতে হয়। কিভাবে একটি ফাইল/ফোল্ডার তৈরি করতে হয়, কপি কিংবা কাট(মুভ) করে অন্য ফোল্ডারে রাখা হয় এইসব আরকি!

      এবার একটু এডভান্স কিছু কাজ যেমন, কিভাবে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, একটি প্রোগ্রামের শর্টকাট কিভাবে তৈরি করা যায় ইত্যাদি। এরপর কিভাবে একটি প্রোগ্রাম ওপেন করতে হয়, যেমন একটা গান কিভাবে প্লে করতে হয় সেটাও শিখতে পারেন

      Word processing এবং Spreadsheets
      কম্পিউটারে প্রথম যে কাজ সবাই করে সেটা হলো লেখালেখির কাজ। এটাকে Word processing বলে। Microsoft Office Word দিয়েই শিখে ফেলতে পারেন। যদি লিনাক্স দিয়ে শেখা শুরু করেন তাহলে libreoffice তো আছেই।

      পাশাপাশি যদি একটু Spreadsheets এর কাজ শিখতে পারেন তাহলে মন্দ হয় না। Spreadsheets টা আবার কি তাই না? Microsoft Excel টাই একটা Spreadsheets প্রোগ্রাম/সফটওয়্যার। টুকটাক হিসাব পাতি করতে এটা বেশ কাজের জিনিস।

      ইন্টারনেট ব্রাউজিং এবং সার্চ ইঞ্জিনঃ
      অনেকেই ইন্টারনেট মানে শুধু ফেসবুককেই চিনি। যাইহোক, ইন্টারনেট কি সেটা নিয়ে বিস্তারিত বলছি না। কম্পিউটার দিয়ে কিভাবে ইন্টারনেট ব্রাউজ করতে হয় সেটা শেখা একটু জরুরী। এজন্য দরকার একটি ওয়েব ব্রাউজার যা আপনার কম্পিউটারে থাকা জরুরী। অবশ্য উইন্ডোজ ব্যবহারকারীরা ইন্টারনেট এক্সপ্লোরার (উইন্ডোজের অভিশাপ 😛 ) ফ্রিতেই পেয়ে থাকেন। যাইহোক, ইন্টারনেট ব্রাউজিং বলতে একটা ওয়েবসাইট কিভাবে ওপেন করতে হয় এইসব আরকি! গুগলে কি ভাবে সার্চ দিতে হয়।

      সফটওয়্যার ইন্সটল/আনইন্সটল করাঃ
      এটা একটু এডভান্স টপিক। কোন সফটওয়ার কিভাবে ইন্সটল করতে হয় কিংবা কিভাবে একটা সফটওয়্যার আনইন্সটল করতে হয় সেটা জানা থাকলে একটা সাধারণ সফটওয়্যার ইন্সটল করার জন্য কাউকে ডাকতে হবে না। আর ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলে ইউটিউবেই এসব পাওয়া যায়।

      আসলে জানার কোন শেষ নাই। তাই এই পোস্ট লিখেও শেষ করা যাবে না। শেষ যেহেতু করতেই হবে তাই আর বারাবারি করলাম না। তবে একটি কথা “Practice Makes Permanent” আপনি যতো প্র্যাকটিস করবেন ততো বেশিদিন মনে থাকবে। শিখুন কিভাবে শিখতে হয় তাহলে মন যা চায় তাই শিখতে পারবেন। এজন্য কলেজ/ট্রেইনিং সেন্টার লাগবে না।

      Professor Answered on August 28, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.