কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?

    কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?

    Train Asked on April 21, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      জীবনে কঠিন বাস্তব সত্যি হলে যে বাস্তবকে মেনে নেওয়া। তার চেয়েও আরও বাস্তব সত্যি হলো যে হাল ছেড়ে না দেওয়া।

      ১। কোন মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না। জীবনে অনেক বাঁধা আসবে সেটা পার করতে হবে।জীবনে বাঁধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না।

      ২।সোহাগ করা তারই সাজে শাসন করে যে। এটি একটি প্রবাধ। কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না।

      ৩। একা থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একা মানুষের সঙ্গী হিসেবে বইকে সাথে রাখাই উওম।

      ৪।সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে। অনেক মূল্যবান কথা। মানুষ সত্যিকেও মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্য। সবাই চাই সুবিধা আর সুবিধা আর কিছু না।

      ৫।যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো। টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান পাওয়া অসম্ভব। টাকা আর টাকা। এই মিছা দুনিয়ায় অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব। টাকার মূল্য দেওয়া।

      ৬। সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়া। একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে।

      ৭। টাইম = টাকা এটি বুঝতে সময় লেগেছে আমার। এটি যত তাড়াতাড়ি আয়ত্ত করতে করা যায় আপনার জীবনে খুশিতে ভরে যাবে।

      ৮। দ্যা মিরাকল মনিং এই বইটি এখনো পড়ে নি তবে এই বই সম্পর্কে অনেক ধারণা পেয়ে গেছি ইউটিউব আর বই রিভিউ এর মাধ্যমে এখান থেকে একটা জিনিস আয়ত্ত করতে পেরেছি সেটি আমার আরও ৪ বছর আগে প্রয়োজন ছিলো এই জিনিসটি পেলে হয়তো জীবনের মোড়টা অন্য রকম হতো যাক আফসোস করিনা এসব নিয়ে। এটা মনে করি হয়তো এটাই আমার উপযুক্ত সময় তাই এখন আয়ত্ত করতে পেরেছি। অতিশিগরই এই বইটি পড়বো।

      ৯। সময়ে এক ফুট অসময়ে দশ ফুট। একটা চিরন্তন সত্যি কথা।আপনি আমি এটার ভুক্তভোগী।

      ১০। আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল।মানুষের আবেগ থাকা ভালো এটি যেন অতিরিক্ত না হয়, এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।

      ১১। জানিনা এই স্কিলটি কি করে তৈরি হয়েছে কোন ইমোশনাল মুভির দৃশ্য, কোন মায়াময়ী লেখা, কোন অর্থপূর্ণ ছবি এগুলো পড়লে/দেখলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে এটা নিয়ন্ত্রণ করতে পারি না এটি কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষ্মণ সেটাও জানি না। শত কষ্ট ফেলেও চোখ থেকে এক বিন্দুমাত্র পানি আসে না।

      ১২। নিজের আইডিয়ার উপর ভিত্তি করে অটল থাকা অনেক কষ্ট কর।আপনার আইডিয়া যদি দম থাকে না সেটা থেকে যদি ৫- ৬ বছরেও এক পয়সার টাকা আয় না হয় না তবুও এই আইডিয়া ঠিকে থাকতে পারলে আপনি /আমি অবশ্যই সফলতা শিহরে পৌঁছাতে পারবে।

      ১৩। শিখতে ভালো বাসি। নিজের রুলসে নিজেই কঠোরভাবে পালন করতে চেষ্টা করি। যত তাড়াতাড়ি সম্ভব রুলস তৈরি করে ফেলা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

      ১৪। অতি সহজে কাউকে বিশ্বাস করে বেইমানি শিখার হওয়ার সহজে কাউকে বিশ্বাস করি না এখন। যেমন দুনিয়ায় তেমনই আমি। তবুও দিনশেষে নিজেকে খুজি নিজের মাঝে।

      ১৫। অতি ভক্তি চোরের লক্ষণ।এটা বলার কারণ কি জানেন আপনি এমন কোন মানুষকে বেশি সম্মান দেওয়া শুরু করবেন না যা আপনাকে অসম্মান করতে পারে। একটা স্যারের কথা মনে পড়ে সবসময় আমি তোমাদের সাথে সব সময় ফ্রেন্ডলি থাকবো কিন্তু আমি তোমাদের ফ্রেন্ড না।

      ১৬। স্কুল-কলেজ এর শিক্ষা আপনাকে জব পেতে সহায়তা করতে পারে এটি দ্বারা আপনি বেশিদূর এগোতে পারবেন না যদি আপনার কাজের দক্ষতা না থাকে।

      আপনার টাকা নেই, আপনাকে কেউ স্লেফ রেসপেক্ট করবে না সেটা পরিবার বা বন্ধু বা প্রতিবেশি কিংবা সমাজ। আপনার টাকা আছে সাবই আপনার বন্ধু হতে চেষ্টা করবে এটি আমার ক্ষেত্রে হয়েছে বিধায় নিসন্দেহে এমন বাস্তবতার মুখোমুখি হয়েছি একা থাকাই নিজেকে ভালো মনে করি।একটা জিনিস মনে রাখবেন জীবন নাটকের চেয়েও নাটকীয় এই নাটকের শেষ অংশটা আপনি নিজেই লেখবেন কাউকে পরোয়া না করে।

      ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

      Professor Answered on April 21, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.