কোনো ব্যক্তি কি অলৌকিক শক্তির অধিকারী হতে পারে?

    কোনো ব্যক্তি কি অলৌকিক শক্তির অধিকারী হতে পারে?

    Supporter Asked on January 18, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      এটা নির্ভর করে তুমি ‘অলৌকিক’ বলতে ঠিক কি বোঝাতে চাইছ।

      একজন পৃথিবী-বিখ্যাত দাবাড়ু আছেন, Magnus Carlsen। ইনি এমন কিছু কাজ করতে সক্ষম হয়েছেন, যেটাকে প্রায় অলৌকিকই বলা চলে।

      • মাত্র ১৩ বছর বয়সেই উপাধি পেলেন, “Grandmaster of Chess”-এর!
      • ১৯ বছর বয়সে দাবায় এনার “World Ranking” হল, ১! কনিষ্ঠতম প্রথম শ্রেণির দাবাড়ু, Magnus Carlsen!

      ২০১৩ সাল।
      হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১০ জন অত্যন্ত বুদ্ধিমান উকিলকে Magnus Carlsen চোখ বন্ধ করে হারিয়ে দিলেন।

      Carlsen-এরই এক পরিচিত (Strand) বলেন যে, ‘১০ জনকে একসঙ্গে চোখ বন্ধ করে হারানোর জন্য লাগে একটা দুর্দান্ত স্মৃতিশক্তি, যেটা Carlsen-এর ছিল’।

      Carlsen-এর স্মৃতিশক্তি ঠিক কতটা ভালো ছিল?
      তিনি একা খেলছিলেন সবার সঙ্গে। খেলার সময়ে, তাঁর মুখ দিয়ে যে “command” বার হচ্ছিল, সেগুলো এরকমঃ

      এর মানে জানো? এর মানে, Magnus Carlsen প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা দাবার ঘুঁটির অবস্থান মুখোস্ত করে নিয়েছিলেন!
      শুধু সেটাই নয়। নিজের, ও বিপক্ষের প্রত্যেকটা চালের পর, সেই ঘুঁটিগুলো ঠিক কোথায় যাচ্ছে, সেটার গণনাও তিনি একইসাথে করছিলেন।

      একজন বিপক্ষের সাথেই এটা করাটা প্রায় অসম্ভব। সেখানে Magnus Carlsen এই জিনিসটাই ১০ জনের সাথে করেছিলেন!


      ২০১৫ সাল। ফের জ্বলে উঠলেন Magnus Carlsen!

      এবার তিনি Blitz Simulator খেললেন। মানে, মেশিনের বিরুদ্ধে। অপরদিকে তিনটে মেশিন, আর এইদিকে একলা Magnus Carlsen।

      খেলার ফল? ৩-০। এই খেলাটা কেন কৃতিত্বের ছিল জানো? কারণ, এখানে দাবার চাল দেওয়ার একটা সময়সীমা ছিল!

      এরকম আরেকটা খেলায় তিনি জেতেন ৩-২। দুটি হারেন সময়ের অভাবে।


      ১৭ বছর আগেকার কথা। তখনও “Grandmaster” উপাধিটা পাননি Carlsen। সেই সময়ে একবার একটা বিশ্ব-দাবা প্রতিযোগিতায় প্রথম “round”-এই তাঁর সামনে পরলেন তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন, Garry Kasparov!

      তখন Garry Kasparov-এর বয়স ছিল প্রায় ৩৭-৩৮ বছর। অনেক পরিণত, অনেক শান্তশিষ্ট এক বিপক্ষ, এই Garry Kasparov। প্রায় ১০ বছর ধরে দাবাকে শাসন করে আসছেন তিনি।
      তাই, বিশেষজ্ঞরা এটা ধরেই নিয়েছিলেন যে প্রচণ্ড বাজে ভাবেই তাঁর কাছে হারবেন, Magnus।

      কিন্তু, Magnus Carlsen যে হারতে শেখেননি! মাত্র ১৩ বছর বয়সে তিনি সেটা করে দেখালেন, যেটা করার কথা তখনকার “Grandmaster”-রা ভাবতেও পারতেন না।

      প্রায় হারিয়েই দিয়েছিলেন Garry Kasparov-কে। যে করে হোক একটা উপায়ে খেলাটাকে ড্র করেই স্টেজ ছেড়ে উঠে চলে গেলেন Garry। মুখে অপার বিস্ময়, ও হতাশা।


      এতো কিছু করার পরেও তিনি বলেন, “আমি কোনও জিনিয়াস নই।” কিন্তু, দাবার বিশেষজ্ঞগণ তাঁকে ইতিমধ্যেই ভিন গ্রহের এক দাবাড়ু বলে আখ্যা দিয়েছেন।

      কারণ, পরিশ্রম করে মানুষ একটা উচ্চতা অবধি যেতে পারে। Magnus Carlsen বহু বহু বছর আগেই সেই ‘উচ্চতা’ পার হয়ে চলে এসেছেন। এখন তিনি যেটা করে যাচ্ছেন, সেটা এক প্রকার অলৌকিকই বটে।

      Professor Answered on January 18, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.