কোন ধরনের মানুষদের পাত্তা দেওয়া উচিত নয়, এবং কেন?

    Add Comment
    1 Answer(s)
      1. যারা সবজান্তা,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
      2. যারা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে না কিন্তু নিজের কথা আনমনে বলতেই থাকেন,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      3. যারা যোগাযোগের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারেনা,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      4. যাদের মননে অহংকার রয়েছে,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
      5. যারা নিজেকে সর্বেসর্বা এবং অত্যন্ত জ্ঞানী মনে করেন, তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      6. যারা অন্যের গোপনীয়তা লঙ্ঘন করেন,তাদের পাত্তা দেওয়া উচিত নয়।
      7. যারা কুটনামি করেন,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
      8. যারা কথায় কথায় গালাগাল ও ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন- তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      9. যারা মন মানসিকতায় হীনমন্য এবং সংকীর্ণ- তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
      10. যারা খুঁতখুঁতে এবং অতিরিক্ত সন্দেহবাদী- তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।
      11. যারা মানুষের কথার ভেতর কথা বলেন,কথার মধ্যে যারা বাম হাত ঢুকিয়ে দেন- তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      12. যারা চাটুকারীতা এবং তেলবাজির আশ্রয় নিয়ে অন্যের মন জয় করতে চান,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      13. যাদের মধ্যে নূন্যতম কার্টেসি নেই,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      14. যাদেরকে পাত্তা দিলে যারা পাত্তা সহ্য করতে পারেনা,উল্টো আরো অহংকারী হয়ে ওঠে- তাদের কখনোই পাত্তা দেওয়া উচিত নয়।
      15. যারা আপনার স্বাধীন পথ চলার জন্য ক্ষতিকর,যারা আপনার চলার পথকে অমসৃণ করে দিতে চায়,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      16. যারা অন্যের মতামতকে সহ্য করতে পারে না,যারা সর্বদা নিজের স্বার্থ ছাড়া আপনার সাথে মিশে না,তাদেরকে পাত্তা দেয়া উচিত নয়।
      17. যারা মিথ্যা এবং ছলনার আশ্রয় নিয়ে টিকে আছে,যারা তোষামোদির উপর ভর করে টিকে আছে,তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়।

      কেন?

      1. যারা পাত্তা ডিজার্ভ করে না,তাদেরকে পাত্তা দেয়া যে কারো জন্য অপমানজনক এবং অসম্মানজনক বলেই মনে করি।
      2. ভুল মানুষকে পাত্তা দিলে আপনার জীবন বিষিয়ে উঠতে পারে;আপনি মানসিকভাবে হতাশ হয়ে যাবেন।
      3. ভুল মানুষকে পাত্তা দিলে সে পাত্তার অপব্যবহার করে বেপরোয়া হয়ে উঠতে পারে।সে তার অহংকার মনকে আরও উসকে দিতে পারে।
      4. পাত্তা দেয়া-নেয়া একটি যৌথ প্রক্রিয়া।একপাক্ষিক পাত্তা মানেই হল নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে ইজারা দেয়া।
      5. কাউকে অসামঞ্জস্যভাবে পাত্তা দেয়া ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ।
      6. সমাজের সকলে পাত্তা পাওয়ার যোগ্য নয়।ভুল পাত্রে পাত্তা দিলে সেটি নিজের জন্য মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিকর।
      Professor Answered on May 13, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.