জীবনে বিয়ে করার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি কী কী?

    জীবনে বিয়ে করার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি কী কী?

    Train Asked on April 20, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      পক্ষে:- আপনি ছোট থেকে দেখেছেন আপনার বাবা ও মা পরস্পরকে বিয়ে করে সুন্দর সংসার সাজিয়েছেন। সন্তান, আত্মীয় সবাইকে নিয়ে গুছিয়ে সংসার করছেন। দায়িত্ব নিচ্ছেন জোড়ায়, একক নয়। একসাথে হাসি একসাথে কান্না! তারা কত সুখী। এই দেখে বড় হয়েছেন আপনি। ফলে বড় হয়ে আপনি বাবা-মা এদেরই অনুসরণ করতে চান। একটা বয়সের পর থিতু হতে চান। সুখ দুঃখের সাথী চান পাশে। তাই বিয়ে করবেন।

      বিপক্ষে:- আপনি ছোটবেলা থেকে দেখেছেন মাঝে মাঝে বাবা মার মধ্যে মনোমালিন্য হতে। ভালো লাগত না মোটেও সেটা আপনার। আপনি শান্তিপ্রিয় মানুষ। সমস্ত দিক দিয়ে স্বনির্ভর। তাহলে বিয়ে করে নিজেকে নানা দায়িত্ব কর্তব্যের চাপে বেঁধে ফেলার দরকার কি? কত কিছু করার আছে আপনার। কত অপূর্ন সাধ। সভ্যতা যত এগোচ্ছে, সমাজ ব্যক্তি স্বাতন্ত্র্যকে (individualism) বেশি মূল্য দিচ্ছে । যখন আপনার বন্ধু বান্ধবেরা প্রেমপর্ব সেরে বিবাহিত জীবনে প্রবেশ করে রোজ বলছে “বিয়ে না করলেই ভালো ছিল!” আপনি তখন মুক্ত বিহঙ্গ হয়ে দেশ দেখে বেড়াচ্ছেন। আপনার জীবনে প্রেমিক/প্রেমিকা বা spouse নেই। তাই কথায় কথায় ego clash ও নেই। এতদিনে আপনিও বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন:-

      আপনি ঠিক করেছেন একটাই জীবন। নিজের মত করে জীবন উপভোগ করা চাই। কারোর কাছে যেমন জবাব চান না, তেমনি কাউকে জবাব দিহি করতেও ভালো লাগে না আপনার। যেদিন ঘরে ভাল্লাগবে না বেরিয়ে পড়বেন পাহাড় কিংবা সমুদ্র অথবা অরণ্যের টানে। আজকের হিসেবে বাঁচেন আপনি। কাল কি হবে সে কাল দেখা যাবে। এইই আপনার জীবন দর্শন।

      Professor Answered on April 20, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.