জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?

    জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?

    Train Asked on April 29, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      এতো এতো অন্ধকার দিক দেখানোর পরেও জীবনের ক্লান্তি নেই। যাই হোক, এগুলোর একটা তালিকা করে ফেলা যাক নাহয় , কি বলেন?

      ছবি সূত্র – Unsplash

      [1]
      • মানুষ আপনাকে ইউজ করবে, তারা আপনাকে গ্র্যান্টেড ধরে নিবে। আপনি আন্তরিক থাকলেও, এটা কোনো ব্যাপার না তাদের কাছে আসলে ।
      • অনেক ছোট্ট প্রত্যাশাও আপনাকে জীবন থেকে একদম বাইরে ছুড়ে ফেলে দিতে পারে।
      • যেই বিষয়ের উপর আপনার বিন্দু পরিমানও নিয়ন্ত্রন নাই, সেটা নিয়ে কথা শুনতে হবে আপনাকে, যেমন মনে করেন- কোনো কিছু চিন্তা না করেই মানুষ আপনার শারীরিক গঠন নিয়ে নিচের কথাগুলো বলবে-

      আরেকটু ফর্সা হইলে ভালো হইত

      এতো খাটো কেন তুমি, কি আজব!

      এইভাবে ড্রেস আপ করো কেন?

      • অন্যদিকে, চেহারা ভালো হলে, সমাজে আপনি অনেক বেশি প্রশংসা পাবেন। এইটার উপর আপনার কোনো হাত নাই, তারপরও পাবেন। (আমার মতে – হুদাই 😒)। আর আপনি কতটা ব্যক্তিত্বসম্পন্ন, আপনার যোগ্যতা কতটুকু, এগুলা সবাই একটু ইগনোরই করে।
      • আপনার প্যাশন, স্বপ্ন যাই বলেন না কেন, এইটা নিয়ে বসে থাকলে সমালোচনার বাণে জর্জরিত হবেন, নিজের সবটুকু চেষ্টা দিয়ে এইটা ধরে রাখতে চাইলেও অনেক সময় নূন্যতম সমর্থনও পাবেন না।
      • অসামাজিক মানুষ মানে অদ্ভুত কিছু একটা। তারা সমাজের সাথে যায় না।
      • অন্যদের সামনে যথেষ্ট পরিমান ভান করতে না পারলে মনে করেন কেউ আপনাকে সহ্যই করতে পারবে না। মানে, এটা থেকেই প্রমান হয়, নিজের একদম জেনুইন সত্ত্বাটা আপনি খুব কমই তুলে ধরতে পারবেন সবার সামনে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা নিজের ঘরে হোক।

      FOMO- এটার ভয় পেয়ে বসবে। দিনশেষে ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন আপনি আর আপনার সেই আসলটুকু।

      কিন্তু তারপরও আমরা এইসব অন্ধকার দিক গুলো পাশ কাটানোর চেষ্টা করি । আমি চেষ্টা করছি, হয়তো একদিন সবাই পেরে যাবো আমরা । 🙂

      ভালো থাকুন।

      সবসময় সুস্থ আর নিরাপদে থাকুন 🌻

      ( আক্ষরিক অনুবাদ আমার কাছে বরাবরই খুব বিরক্তিকর লাগে, নিজেকে গুগোল ট্রান্সলেটর এর ভাতিজি মনে হয় 😑 । আর যেহেতু নিজের উত্তর, তাই অনুবাদ করতে গিয়ে বাংলায় একটু বেশিই কথা বলে ফেলেছি, আশা করি কোরামিত্র গণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 😬)

      Professor Answered on April 29, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.