বর্তমানে লাভজনক ব্যবসা কী?

    Add Comment
    1 Answer(s)

      আপনি যে কোন ব্যবসায় লাভ করতে পারবেন। আপনি যেকোন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে পারবেন এবং সেখান থেকে লাভবান হতে পারবেন যদি আপনার দুইটা প্রশ্নের উত্তর জানা থাকে।

      ১. আমার কাস্টমারের এমন কি সমস্যা আছে যে সমস্যাটা সে নিজে সমাধান করতে পারছে না?

      ২. আমি এমন কি সমাধান নিয়ে আসতে পারি যা কাস্টমার সহজেই আমার কাছ থেকে গ্রহণ করবে?

      এই দুটো প্রশ্নের উওর আপনাকে যে সকল সুবিধা দিবে তাহলো —

      • আপনাকে কম্পিটিশন থেকে আগায় রাখবে।
      • আপনার ব্যাবসায় ১০০% প্রফিট সুনিশ্চিত থাকবে।
      • আপনার কাস্টমার আপনার প্রতি আনুগত্য থাকবে।
      • আপনার ব্রান্ড ইকুইটি অনেক বাড়বে।
      • আপনার ব্যাবসার ম্যানপাওয়ার সন্তুষ্ট থাকবে।
      • আপনার রিটার্ন অন ইনভেস্ট বেশি থাকবে।
      • আপনার ইনভেন্টরি টারনওভার বেশি থাকবে।
      • Financial প্রতিষ্ঠান থেকে ভাল সুযোগ সুবিধা পাবেন। ইত্যাদি আর বিভিন্ন প্রকার সুবিধা আপনি পাবেন।

      একদম অল্প টাকায় ব্যবসা করতে গেলে আপনাকে ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস দিয়ে শুরু করতে পারেন কারন এখানে অনেক কম টাকা লাগে এবং একবারই আপনি খুব তাড়াতাড়ি ভালো পরিমাণ গ্রাহক আকর্ষণ করতে পারবেন।

      আর এই ব্যবসায় আপনি দেশের চাহিদা পূরণ করে ইন্টারন্যাশনাল ভাবে আপনার ব্যাবসাকে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি প্রসারিত করতে পারবেন।

      উদাহরন হিসাবে –

      • গ্রাফিক্স ডিজাইন
      • এনিমেশন ডিজাইন
      • Video প্রোডাকশন
      • ফটোগ্রাফি
      • ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
      • আর্টিকেল এবং ইনফোগ্রাফিক্স
      • সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট
      • ই-বুক
      • ডাউনলোড করা যায় এমন মিউজিক
      • স্ট্রিমিং মিডিয়া
      • ভিডিও টিউটোরিয়াল
      • অনলাইন গেমস
      • মোবাইল অ্যাপস
      • ইন্টারনেট কুপন এবং ইলেকট্রনিক টিকিট
      • ডিজিটাল Marketing & Selling

      ইত্যাদি আরো অনেক ডিজিটাল পণ্যের বিজনেস আছে। ছাড়া আপনি যেকোন ফিজিক্যাল পণ্যের ব্যবসা করতে পারেন কিন্তু সেখানে অবশ্যই টেকনোলজিকে যুক্ত করতেই হবে কারণ টেকনোলজি হচ্ছে সামনের ভবিষ্যৎ।

      উদহারণ হিসাবে, এখন আপনি যদি টি শার্ট এর বিজনেস করেন তাহলে সেখানে আপনাকে টেকনোলজি যুক্ত করতে হবে কারণ টেকনোলজি হচ্ছে এমন একটি মাধ্যম যা আপনার খরচ কমাবে 10 গুণ প্রফিট বাড়াবে 50 গুন।

      টেকনোলজি কে নিয়ে চিন্তিত হওয়ার কোন দরকার নেই কারণ টেকনোলজির ভেন্ডরই আপনাকে খুব ভালোভাবে টেকনোলজি বুঝায় দিবে।

      ব্যাবসায়িক পরামর্শ, উদ্যোক্তা পরামর্শ, ছোট ব্যবসা, অল্প পুঁজি, বিনিয়োগ, ক্যারিয়ার ইত্যাদি সংক্রান্ত নিয়মিত পোস্ট পেতে আমাকে অনুসরণ করুন এবং আমাকে আমার পোস্টগুলো কে Upvote  করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের পোস্ট নিয়ে নিয়মিত উপস্থিত হতে পারি।

      Professor Answered on September 7, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.