ল্যাপটপের কর্মদক্ষতার দিক থেকে কোনটা ভালো Asus নাকি HP?

    ল্যাপটপের কর্মদক্ষতার দিক থেকে কোনটা ভালো Asus নাকি HP?

    Vice Professor Asked on March 25, 2017 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      আপনার প্রশ্নটা ঠিক বোধগম্য নয়। HP (Hewlett Packard) এবং Asus দুটাই মার্কেট লিডিং ব্র্যান্ড। দীর্ঘদিন ধরে তারা সারা বিশ্বে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। আর কর্মদক্ষতা বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন সেটাও পরিষ্কার না। HP, ASUS এসব কোম্পানি তাদের ল্যাপটপ বা কম্পিউটারের Processor, Motherboard, Graphics chip ইত্যাদি বেশিরভাগ ক্ষেত্রেই Intel, Gigabyte, MSI এসব কোম্পানি থেকে কিনে থাকে। পরে তারা এগুলো Assemble করে এবং ল্যাপটপ বা কম্পিউটার হিসাবে মার্কেটিং করে। তবে এই কাজে অবশ্যই তারা অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। ল্যাপটপ বা কম্পিউটারের কর্মদক্ষতা নির্ভর করে তার Processor, Motherboard, RAM, NIC, Graphics card এর ক্যাপাসিটির উপর। ধরুন, দুটি কম্পিউটারে যদি Intel Core i3-5010u 2.1 GHz Processor ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে এই দুটো কম্পিউটারেরই Processing capacity সমান। কারণ দু’টার প্রসেসরই একই ব্র্যান্ড ও মডেলের। এখানে HP বা ASUS ব্র্যান্ড মুখ্য নয়। মুখ্য হচ্ছে প্রসেসরের ব্র্যান্ড এবং মডেল। তাই আপনি ল্যাপটপ কিনার সময় আগে বিভিন্ন ল্যাপটপের স্পেসিফিকেশন দেখুন। সেগুলোর মধ্যে compare করুন। তারপর আপনার কাজের উপযোগী ল্যাপটপ কিনুন। তবে যেই ব্র্যান্ড আপনাকে better warranty দেবে এবং আপনার নাগালের মধ্যে যাদের সার্ভিস সেন্টার আছে তাদের থেকে কিনলে আপনার জন্য কিছুটা সুবিধা হতে পারে।

      Professor Answered on March 25, 2017.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.