সবচাইতে সফল ব্যবসা কোনটি যেটাতে লাভ বেশি?

    সবচাইতে সফল ব্যবসা কোনটি যেটাতে লাভ বেশি?

    Doctor Asked on December 24, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, আজ থেকে তিরিশ বছর আগে যখন সেরা এবং লাভজনক ব্যবসা গুলোর তালিকা তৈরি করা হতো তখন বিভিন্ন ধরনের তেলের কোম্পানি, গ্যাসের কোম্পানি ইত্যাদি বিভিন্ন ধরনের কোম্পানির ব্যবসা এক নাম্বারে অথবা দুই নাম্বারে থাকতো অর্থাৎ তাদের ব্যবসায় সবথেকে বেশি লাভজনক হত।

      কিন্তু বিগত 15 বছর আগে টেকনোলজিতে উন্নতি হওয়ার পর থেকে বিশেষ করে 3G এবং 4G নেটওয়ার্কের বিস্তারিত হওয়ার কারণে কিন্তু পুরাতন ধাঁচের ব্যবসাগুলো কিন্তু এখন আর এক নম্বর আর দুই নম্বরে দেখতে পাওয়া যায় না।

      আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে ভবিষ্যতে যখন ফাইভ-জি পুরোপুরি চালু হয়ে যাবে তখন যে ফেসবুক, গুগোল এক নাম্বার কম্পানি তে থাকবে তা কিন্তু কেউ বলতে পারছে না।

      কিন্তু এটা বোঝা যাচ্ছে যে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ করা যায়, তাই আপনি যদি একবারেই এই সহজ-সরল ভাবে উত্তর পেতে চান তাহলে আপনাকে টেকনোলজি সংক্রান্ত ব্যবসা-বাণিজ্য করতে হবে অথবা যেটা বিজনেস করছেন সে বিজনেস এর সাথে টেকনোলজি সংযুক্ত করতে হবে, তাহলেই আপনি ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন।

      কারণ টেকনোলজি ব্যবসার খরচকে ১০ গুণ কমিয়ে দেয় এবং প্রফিটকে ২০ গুণ বৃদ্ধি করতে সাহায্য করে।

      তাই বর্তমান যে সমস্ত উদ্যোক্তারা টেকনোলজিকে খুব তাড়াতাড়ি সংযুক্ত করে তাদের বিজনেসকে পরিচালিত করছে তারাই সব থেকে লাভবান ব্যবসায়ী বলে বিবেচিত হচ্ছে

      উদাহরণঃ বিকাশ, প্রথম আলো, শপআপ, টেন মিনিট স্কুল, বাইজুস, বিক্রয় ডট কম ইত্যাদি।

      আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ব্যবসায় আপনি দু’ভাবে লাভ করতে পারবেন একটি হচ্ছে আপনি বেশি মার্কেট শেয়ার দখল করতে পারবেন এবং আরেকটি হচ্ছে বেশি প্রফিট অর্জন করতে পারবেন আর এটি আপনি তখনই করতে পারবেন যখন আপনি এমন একটি সমাধান নিয়ে আসবেন যে সমাধানটি আপনার কাস্টমারের সবথেকে বেশি প্রয়োজন এবং এই সমাধানটি এর আগে সে ভাবে কেউ নিয়ে আসতে পারে নি।

      এই উপরের ফরমুলা আপনি যে কোন প্রডাক্ট এর উপর ব্যাবহার করে লাভজনক ব্যাবসা করতে পারবেন। তাই আজকাল প্রোডাক্ট কোন ব্যাপার না, প্রডাক্ট যেকোনো হতে পারে আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে আপনি যে প্রোডাক্ট এর ব্যবসা করছেন সে প্রোডাক্টের ইন্ডাস্ট্রি কি সানসেট নাকি সানরাইজ?

      আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 🙏 🙏 (হোয়াটসঅ্যাপ, ফেসবুক টুইটার, লিঙ্কডইন, সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে) আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote👍 করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।

      ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।

      Professor Answered on December 24, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.