সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?

    সম্প্রতি জীবন আপনাকে কী শিখিয়েছে?

    Add Comment
    1 Answer(s)

      সম্প্রতি জীবনে যাকিছু শিখেছি –

      • নিজের জন্ম নিজের ইচ্ছেই হয়না।
      • সন্তানের জন্ম তার পিতামাতার ইচ্ছেই হয়, এখানে ঈশ্বরের কোন ভূমিকা নেই।
      • কর্ম ব্যতীত সুন্দর জীবনযাপন করা যায় না।
      • কল্পনাতে অনেক কিছু উপলব্ধি করা যায় কিন্তু কষ্টকে উপলব্ধি করা যায় না।
      • কষ্ট বিহীন জীবনে সুখ কি তা বোঝা যায় না।
      • বুদ্ধি, পরিশ্রম ও চেষ্টা এই তিনটি একত্রিত ভাবে কাজ করলে কাজে সাফল্য পাওয়া যায়।
      • অদেখা শক্তির উপর বিশ্বাস না রেখে কেউ যদি সৎকর্ম করে তাহলে সেটা পাপ বা অপরাধ না ।
      • ঈশ্বরকে উপলব্ধি করতে পারলে আর ধর্মগ্রন্থ অনুসরণ করতে হয়না।
      • ঈশ্বর প্রদত্ত কোনো ধর্মগ্রন্থ নেই, যা কিছু আছে তা সবই মানব রচিত ।
      • শিক্ষার স্তর চারটি ১) অশিক্ষিত ২) শিক্ষিত ৩) উচ্চ শিক্ষিত ৪) সুশিক্ষিত।
      • জ্ঞানের স্তর চারটি ১) অজ্ঞান /নির্বোধ /পাগল ২) জ্ঞানী /সুস্থ মানুষ ৩) উত্তম জ্ঞানী ৪) সর্বোত্তম জ্ঞানী ।
      Professor Answered on May 5, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.