সামাজিকভাবে কিভাবে বুদ্ধিমান হওয়া যায়?

    সামাজিকভাবে কিভাবে বুদ্ধিমান হওয়া যায়?

    Train Asked on April 21, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      সামাজিকভাবে বুদ্ধিমান হতে বিভিন্ন বই পড়ে যে উপায়গুলো আমি জানার সুযোগ পেয়েছি তা হলো:

      • অন্যদের ভালো করে দেখতে হবে। ক্যাফে, রেস্টুরেন্ট, ক্লাসরুম-যত ভাবে মানুষকে অবজারভ করা যায় তা জানতে হবে। পরিচিত হতে কিংবা দোষ-গুণ জানার জন্য না, মানুষের আচরণ বুঝতে ভালো অবজারভার হতে হবে।
      • ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানুষের স্বভাববত আচরণগুলো নিয়ে ভাবতে পারেন। কেন এবং কিভাবে-এই দুটো প্রশ্নের উত্তরে যে কোনো ঘটনা বা অবস্থানকে বিবেচনা করলে আপনার সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
      • শুধু কম্পিউটার বা মোবাইল ফোনে মাথা ও চোখ দিলে চলবে না, প্রকৃতির সাথে মিশতে হবে। রাস্তায় হাটতে হবে, সূর্যের আলো শরীরে মাখতে হবে।
      • মানুষকে ‘কানেক্ট’ করা শিখতে হবে। আমরা কি চাই, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের মানুষটি কি চায়-সেটা বুঝতে হবে।
      Professor Answered on April 21, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.