কুংফু কোথায় শেখানো হয়?

    কুংফু কোথায় শেখানো হয়?

    Doctor Asked on October 9, 2016 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      প্রতি সপ্তাহে চার দিন সকাল-বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুডো-কারাতে সেন্টারে শিখতে পারেন কুংফু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কারাতে-জুডো শেখার প্রতিষ্ঠান রয়েছে। কোনো কোনো জায়গায় ব্যক্তি উদ্যোগে পার্ক বা খেলার মাঠেও নিয়মিত কুংফু শেখার সুযোগ আছে ।

      এবার জেনে নিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোথায় কোথায় কুংফু শিখতে পারবেন।

      ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো-কারাতে সেন্টার
      বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও যে কেউ প্রশিক্ষণের জন্য ভর্তি হতে পারবেন এই এখানে। ভর্তি ফি ৮৭০ টাকা, মাসিক ফি ৫০০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাসিক ফি ১০০ টাকা। ঠিকানা: শারীরিক শিক্ষাকেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
      ফোন: ০১৭১৫৯১৪০৫৭

      বাংলাদেশ কারাতে দো
      এখানে সপ্তাহের প্রতিটি দিনেই সকাল-বিকেল কারাতে শেখার সুযোগ আছে। ঠিকানা: ২৭৮/৩ (দ্বিতীয় তলা) এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা।
      ফোন: ০২-৮৬২৫৩৫৮।
      ওয়েবসাইট: www.bd-karate-do.com

      শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম
      এখানে সপ্তাহে তিন দিন করাতে-জুডো শেখা যায়। জুডো শেখার জন্য ভর্তি ফি ৩৬০ টাকা এবং মাসিক ফি ২০০ টাকা। ঠিকানা: সামসির আলম ভূঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর ঢাকা।
      ফোন: ০১৭১৭১১৩৩৪৩।

      ইয়ং টাইগার কুংফু স্কুল
      গুলশান, ধানমন্ডি, নরসিংদী ও ডেমরায় এই স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। ভর্তি ফি এক হাজার ২০০ টাকা এবং মাসিক ফি ৮০০ টাকা।
      ফোন: ০১৯২০৭১৩২৭২।
      ওয়েব: www.kungfubd.com

      ইয়ং ড্রাগন মার্শাল আর্ট
      ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারে প্রতি শুক্রবার সকালে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। ঠিকানা: মহাখালী আইপ্যাক স্কুলের সামনের মাঠ।
      ফোন: ০১৭২৯৭৭০২৩৯। ভর্তি ফি ৭০০ টাকা, মাসিক ফি ২০০ টাকা।

      উত্তরা কারাতে দো দোজো
      এখানে সপ্তাহে তিন দিন কারাতে শেখার সুবিধা রয়েছে। ভর্তি ফি তিন হাজার ৫০০ টাকা এবং মাসিক ফি এক হাজার ৫০০ টাকা।
      ঠিকানা: বাড়ি ৩, রোড ৪, সেক্টর ১, উত্তরা মডেল টাউন, ঢাকা।
      ফোন: ০১৭১৭০৪৮২২৭

      উত্তরা কারাতে ক্লাব
      ঠিকানা: বাড়ি ১, রোড ১০. সেক্টর ৩, উত্তরা, ঢাকা।

      বাংলাদেশ কারাতে ফেডারেশন
      ঠিকানা: কক্ষ: ২৩৬-২৩৭, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।
      ফোন: ০১৭১২২২৯১১৭, ০১৯১১৫৯৬৩৬৭। ওয়েব: www.bkf-bd.com

      Professor Answered on October 9, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.