অত্যন্ত সফল ব্যক্তিদের অভ্যাসগুলো কী কী?

    অত্যন্ত সফল ব্যক্তিদের অভ্যাসগুলো কী কী?

    Train Asked on April 24, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      আমার পরিচিত একজন খুব মেধাবী ছাত্র ছিল,

      • সে হাই স্কুল লেভেলে বিজ্ঞান বিষয়ক যেকোনো বিষয়ে ১০০% নম্বর তুলতে পারত।
      • সে চেন্নাইয়ের IIT তে পড়াশোনার সুযোক পায় এবং সবচেয়ে ভালো রেজাল্ট করে বের হয়।
      • ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যায় MBA সম্পন্ন করতে।
      • একজন সুন্দরী তামিল কন্যাকে বিবাহ করে।
      • ৫ ঘর বিশিষ্ট একটি বড় সৌখিন বাড়ি কিনে ও একটি লাক্সারি গাড়ি কিনে।

      তার কাছে সবকিছুই ছিল যা একজন মানুষকে প্রতিষ্ঠিত হতে লাগে কিন্তু কয়েক বছর পূর্বে সে তার স্ত্রী এবং সন্তানকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছে।

      তবে, ভুলটা কোথায় ছিল ?

      California Institute of Clinical Psychology ছেলেটির আত্মহত্যার বিষয়ে গবেষণা করেছে এবং তারা এই উত্তরটি বের করেছে, ভুলটা কোথায় ছিল ?

      গবেষকরা ছেলেটির বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা করে জানতে পারল, ছেলেটি তার চাকরি হারিয়েছিল, বিনা চাকরিতে দীর্ঘদিন ধরে বসে ছিল। যার জমানো টাকাগুলি শেষ হয়ে যায় তার পরেও সে কোনো নতুন চাকরি খুঁজে পাও নাই। সে তার সৌখিন বাড়ি গাড়ি হারিয়ে ফেলে। বেশ কয়েকমাস তারা অল্প টাকার মাধ্যমে সংসার চালানোর চেষ্টা করে, এবং তারপর সে ও তার স্ত্রী সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। প্রথমে সে তার স্ত্রী এবং সন্তানকে গুলি করে তারপর নিজেকে গুলি করে।

      ছেলেটির সমস্ত জীবনকালের উপসংহারে পাওয়া যায়, ছেলেটি ছোট থেকে নিজেকে এমনভাবে প্রোগ্রামিং করে বানিয়েছে যে শুধু সাফল্যের স্বাদ নিতে জানে, কিন্তু ব্যার্থতাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেই অবস্থার জন্য নিজেকে কখনো প্রশিক্ষিত করে নাই।

      আমি ব্যাক্তিগতভাবে সকল পিতামাতাকে অনুরোধ করব, আপনি আপনার সন্তানকে সবসময় সাফল্যের গল্প শুনাবেন না, ব্যার্থতাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটাও তাকে জানান। জীবনের সঠিক শিক্ষা তাকে দিন। উচ্চস্তরের গণিত এবং বিজ্ঞানের জ্ঞান আপনার সন্তানকে খুব ভালো রেজাল্ট দান করবে, কিন্তু জীবন সম্পর্কে জ্ঞান তাকে সাহায্য করবে যে কোনো বড় সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তাদেরকে প্রতিদিন এই শিক্ষা দিন কিভাবে টাকা কাজ করে কিন্তু কখনোই এই শিক্ষা দিতে যাবেন না টাকার জন্য কাজ করো (উদহারণ উপরের ছেলের গল্প )।

      আপনিও এটাই করবেন ব্যার্থতাকে নিয়ন্ত্রণ করতে শেখার চেষ্টা করুন। জীবনের সাফল্য বড় কোনো ব্যার্থতার বিনিময়েই আসে। বিশ্বের প্রতিটি সফল ব্যাক্তির সফলতার পূর্বের কাহিনী গুলি জানার চেষ্টা করুন। দেখুন, জানুন তারা কতটা কঠিন ব্যর্থ জীবনকে নিয়ন্ত্রণ করেছে এবং তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে বলেই তারা আজ সফল। সে আপনি আব্রাহাম লিঙ্কনের কোথাই বলেন আর বর্তমানের জ্যাক মার্ কোথাই বলেন সবাই।

      প্রতিদিন ব্যার্থতা নিয়ন্ত্রণ সম্পর্কে একবার ভাবুন। (বিঃ দ্রঃ এই বিষয়টি নেতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্য পরে না। )

      Professor Answered on April 24, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.