আপনি জীবনে কী হতে চান না আর কেন?

    আপনি জীবনে কী হতে চান না আর কেন?

    Default Asked on April 25, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      প্রশ্নটি অনুরোধ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

      সাধারণত প্রশ্ন করা হয় যে – আপনি জীবনে কি হতে চান ?

      এমনভাবে কি হতে চান না , সেটা কেউ জিজ্ঞাসাই করে না।

      তাই এই প্রশ্নটা আমার কাছে একটু অনন্য মনে হল ।

      এবার উত্তর দেওয়া যাক –

      • আমি কখনো নিজের অনুসন্ধিৎসু মনকে বিনষ্ট করতে চাই না । যেদিন আমি এটা বিশ্বাস করব যে আমার আর কোন প্রশ্ন নেই । আমি সবকিছু জানি । সেদিন আমি আমার নতুন কিছু জানার ক্ষমতাকেও বিনষ্ট করে দেব আর সেটা আমি চাই না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত নতুন কিছু শিখতে চাই।

      বঙ্গানুবাদ – গুরুত্বপূর্ণ জিনিস হল কখনো প্রশ্ন করতে থেমো না ।

      • জীবনে সাফল্য আসবে এটাই স্বাভাবিক । কিন্তু জীবনের চরম সাফল্যের দিনেও আমি যেন অহংকারী না হয়ে যাই । সারাজীবন আমি যেন বিনয়ী থাকতে পারি । শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন –

      উঁচু জমিতে কখনো জল জমতে দেখেছ ? জল কিন্তু সেই নিচু জমিতেই জমে ।

      আমি সেই নীচু হয়েই থাকতে চাই ।

      • আমি কতটা ভালো বক্তা সেটা আমি জানি না । কিন্তু আমি একজন খুব ভালো শ্রোতা আর সেটা জীবনের নানান ক্ষেত্রে অনেকবার উপলব্ধি করেছি। বাসে , ট্রেনে যাওয়ার সময় বহু মানুষ তাদের জীবনের গল্প আমার সাথে ভাগ করে নিয়েছে । তাদের সেই গল্প আমার চিন্তাশক্তিকে নানাভাবে সমৃদ্ধ করেছে । তাই আমি চাই না কোনদিন আমার ধৈর্য এতটা কমে যাক যে আমি একজন খারাপ শ্রোতা হয়ে যাই ।
      • অবশ্যই জীবনে আমার পরিশ্রমের উদ্দেশ্য সুখ- স্বাচ্ছন্দ্য প্রাপ্তি । কিন্তু আমি চাই না — আমার সুখ – স্বাচ্ছন্দ্য এতটা হোক যে এই সুখ- স্বাচ্ছন্দ্যের আতিশয্যে কোনদিন আমি আমার সত্ত্বাকে হারিয়ে ফেলি ।

      সর্বোপরি আমার কাছে একটাই জিনিস প্রার্থনীয় । সবাই যেন আমাকে ‘ ঘরের মেয়ের ‘ মতো ভাবতে পারে। আমার মাথা‌ যতই আকাশ স্পর্শ করুক , আমার পা যেন মাটিতেই থাকে।

      ধন্যবাদ ‌

      Professor Answered on April 25, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.