ছলম রোগ থেকে মুক্তির উপায় কী?

ছলম রোগ থেকে মুক্তির উপায় কী?
Add Comment
1 Answer(s)

    ছুলি/ছলম বা ছৌদ নামে আমরা যে রোগটি চিনে থাকি তা এক প্রকার ছত্রাকজনিত রোগ৷ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে টিনিয়া ভারসিকলর৷ এটি আমাদের শরীরের বুকে পিঠে ঘাড়ে এবং অন্যান্য খোলা অংশে দেখা যায়৷ সাধারণত এটি দেখতে সাদা বা বাদামী বা ছোট দাগের মত দেখায়৷ ভেজা স্যাঁতস্যাঁতে বা অত্যাধিক গরম আবহাওয়ায় এটির সংক্রমণ শুরু হয়৷ এছাড়াও যারা স্টেরয়েড ট্যাবলেট খান অনেকদিন যাবৎ তাদেরও এটি ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলস্বরূপ হয়ে থাকে৷

    মুক্তির উপায় :

    ছলম রোগটি সাধারণত ছোঁয়াচে অর্থাৎ পরিবারের একজন থেকে অন্যান্যদের হতে পারে৷ এ রোগ থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অন্যের ব্যবহার্য গামছা, তোয়ালে, কাপড়, ক্ষুর, রুমাল, চিরুনী ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন৷ এন্টিফানগাল ট্যাবলেট খাওয়া এবং এন্টিফানগাল ক্রিম বা লোশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন৷ এছাড়াও কিটোকোনাজল শ্যাম্পু মগে পানি দিয়ে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট বসে ভাল করে গোসল করে নিলে খুব তাড়াতাড়ি এ রোগ সেরে যায়৷ ধন্যবাদ

    লিখেছেন :
    ডাঃ শুভ বড়ুয়া
    এমবিবিএস, আল্ট্রাসনোলজিস্ট
    ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

    Professor Answered on September 7, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.