পুরুষ শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি হওয়ার চিহ্নগুলি কী কী?

    পুরুষ শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি হওয়ার চিহ্নগুলি কী কী?

    Add Comment
    1 Answer(s)

      টেস্টোস্টেরণ মূলত পুরুষের যৌন উত্তেজনামূলক হর-মোন যা পুরুষের শুক্রাশয় উৎপন্ন হয়।পুরুষত্বের জন্য মূলত দায়ী এই হরমোন, যা পুরুষের বয়স বাড়ার সাথে কমতে থাকে। চবার অনেকের এই হর-মোন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। টেস্টোস্টেরণ এর মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াও যেমন ক্ষতিকর তেমনি বেড়ে যাওয়াও ক্ষতিকর। পুরুষের দেহের টেস্টোস্টে০রনের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে নিম্নের সমস্যাগুলো দেখা দেয়:

      • শুক্রাণুর সংখ্যা কমে যায়, শুক্রাশয় শুকিয়ে যায় ও যৌন অক্ষমতা বেড়ে যায়।
      • প্রোস্টেট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে এবং প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে।
      • যকৃতের সমস্যা দেখা যায়।
      • হৃদযন্ত্রের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
      • পায়ে পানি জমতে পারে ও পা ফুলে যেতে পারে।
      • শারীরিক ওজন অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়।
      • উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়।
      • কিশোর-কিশোরীদের ক্ষেত্রে খাটো হওয়ার প্রবণতা বেড়ে যায়।
      • আচরণগত বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয় যেমন হঠাৎ রেগে যাওয়া বা সবসময় নিশ্চুপ হয়ে থাকা।
      • প্রতিনিয়ত ঘুমের পরিমাণ কমে যায় এবং মাথাব্যথার পরিমাণ বেড়ে যায়।
      Professor Answered on February 1, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.