মাইগ্রেনের ব্যথায় আলো সহ্য হয় না কেন?

মাইগ্রেনের ব্যথায় আলো সহ্য হয় না কেন?
Add Comment
1 Answer(s)
    শতকরা ৮৫ভাগ ক্ষেত্রেই দেখা যায়, যারা মাইগ্রেনের মাথাব্যথায় ভোগেন তারা ব্যথা উঠলে আলো সহ্য করতে পারেন না ৷ এটাকে আমরা ফটোফোবিয়া বলে থাকি ৷ এটা নিয়ে সঠিক কোনো ধারণা অনেকদিন যাবৎ গবেষকদের অজানা ছিল ৷ কিন্ত খুব সম্প্রতি হার্বার্ড মেডিকেল স্কুলের এনেসথেসিয়ার অধ্যাপক রেমি বারস্টেইনের গবেষণায় এর একটি মোটামুটি ব্যাখ্যা পাওয়া যায় ৷ তিনি বলেন চোখের রেটিনা থেকে যে সিগনাল অপটিক নার্ভে পৌঁছায় সেখানের কোনো একটি অংশই এই আলোক সংবেদনশীলতার ফ্যাক্টর হিসেবে কাজ করে ৷ তিনি এমন একটি পরীক্ষা করেন যেখানে এই ভিস্যুয়াল পাথওয়েকে ব্লক করার ফলে দেখা যায় এই আলোক সংবেদনশীলতা আর অনুভব হয় না ৷ তিনি ২ গ্রুপ মাইগ্রেনের রোগী নিয়ে এই গবেষণা করেন যার মধ্যে এক গ্রুপ অন্ধ আরেক গ্রুপ স্বাভাবিক ৷ তিনি দেখেন যারা অন্ধ কিন্তু মাইগ্রেনের রোগী তাদের এই সমস্যা নেই ৷ কারণ যারা অন্ধ তাদের অপটিক নার্ভ অকার্যকর তাই আলো পরার যে সিগন্যাল রেটিনায় যায় তা এখানে কাজ করে না ৷ এখান থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে এই মেকানিজম পুরোটাই রেটিনার কোষের উপর নির্ভর করে যা আমাদের স্বাভাবিক বায়োলজিক্যাল ফাংশানগুলো নিয়ন্ত্রণ করে যেমন ঘুম ও দুর্বল লাগা এগুলো এই আলোক সংবেদনশীলতা তৈরি করে ৷ এই রেটিনাল কোষে থাকে মেলানোসপিন ৷ এরপর তারা ল্যাবে ইদুরের চোখে এক ধরনের রং ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করান যারা মাইগ্রেন আক্রান্ত ৷ এই রং দ্বারা তারা এই মেলানোসপিনের পথ খুজে বের করেন এবং দেখেন ব্রেনের কিছু কোষ এ সময় ইলেক্ট্রিক ইমপাল্স তৈরি করে মাইগ্রেনের ব্যথার সময় ৷ তখন তিনি সেখানে ছোটো ইলেক্ট্রোড প্রবেশ করিয়ে দেখেন যে লাইটের আলো এখানে একটি ইলেক্ট্রিক সিগন্যাল পাঠায় এই ব্রেনের কোষগুলোতে যা এখানে এসে মিশে যাচ্ছে ৷ তিনি আলো সরিয়ে দেখেন আবার ব্রেন কোষ গুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে ৷ এর মাধ্যমে এই রহস্য উন্মোচন হয় যে কেন মাইগ্রেনের ব্যথায় এই আলোক সংবেদনশীলতা দেখা দেয় ৷ ধন্যবাদ –
    Professor Answered on June 29, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.