আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে?

    আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে?

    Add Comment
    1 Answer(s)

      আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা।

      আল্লাহ কাদের ভালোবাসেন? কী তাদের বৈশিষ্ট্য?

      কোরআনে দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা নেককারদের ভালোবাসেন। ‘আমি কি নেককার বান্দা? না। তাহলে তো আমি এই তালিকা থেকে বাদ।

      তারপর দেখলাম, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, কিন্তু নিজেকে খুব বেশি ধৈর্যশীল বলে মনে হলো না। এ তালিকা থেকে বাদ পড়ে গেলাম।

      এরপর দেখলাম আল্লাহ মুজাহিদদের ভালবাসেন, কিন্তু আমার মতন অলস আর অক্ষম ব্যক্তি এই তালিকায় ওঠার কথা ভাবতেও পারি না। ফলে এখান থেকে ছিটকে গেলাম।

      তারপর দেখলাম, আল্লাহ তাদের ভালবাসেন, যারা সৎ কাজে এগিয়ে; কিন্তু নিজের আমল, আর আখলাকের দৈন্যদশা দেখে এই তালিকাতেও নিজেকে ভাবা গেল না।

      হতাশায় আমি কুরআন বন্ধ করে ফেলি। নিজের আমল, তাকওয়া আর ইখলাসের দিকে তাকিয়ে আমি তাতে রাজ্যের ভুল-ভ্রান্তি ছাড়া আর কিছুই খুঁজে পেলাম না। কিন্তু একটু পরেই আমার মনে হলো, ‘হ্যাঁ, আল্লাহ তো তাদেরও ভালবাসেন যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে।

      মনে হলো, এই একটা বৈশিষ্ট্যই বুঝি আমার জন্য মজুদ আছে এবং আমি তা যখন-তখন নিজের মধ্যে ধারণ করতে পারি। আমি খুব বেশি পরিমাণ ইস্তেগফার পড়তে থাকি, হেদায়েত চাইতে থাকি যাতে করে আমি আল্লাহর সেসব বান্দাদের তালিকাভুক্ত হতে পারি, যারা অধিক পরিমাণে তওবা করে এবং যাদের আল্লাহ ভালবাসেন।

      আমরা হয়তো-বা নেককার হতে পারলাম না, আল্লাহর রাস্তায় মুজাহিদ হওয়ার সৌভাগ্য হয়তো আমাদের কপালে নেই। অনুপম ধৈর্য্যের অধিকারী কিংবা ভালো কাজে অগ্রগামী তাদের দলভুক্ত হয়তো হতে পারলাম না; কিন্তু তাই বলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ভালোবাসার তালিকা থেকে একেবারে বাদ পড়ে যাবো?

      কখনোই নয়। আল্লাহ প্রিয়ভাজন হওয়ার একটা রাস্তা সদা-সর্বদা খোলা রয়েছে আমাদের জন্য। আর সেই রাস্তা হলো- তাওবার রাস্তা, অধিক পরিমাণে তওবা করা। আল্লাহর কাছে নিজের পাপ, নিজের ভুল, নিজের অবাধ্যতার জন্য ক্ষমা চাওয়া।

      ভুল করেও ভুলের উপর স্থির থাকা এবং সেই ভুলকে যুক্তি-তর্ক দিয়ে জায়েজ বানানোর চেষ্টা করাটা শয়তানের বৈশিষ্ট্য।

      অপরদিকে ভুল করার পর তা বুঝতে পারা, তার জন্য অনুতপ্ত হওয়া, তা থেকে বিরত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটা সতেজ, সুন্দর এবং সবুজ অন্তরের প্রমান বহন করে। ভুল হয়ে গেলে তা নিয়ে অন্তর পেরেশানি দেখা দেওয়াটা তাকওয়ার লক্ষণ‌। কিছু সদকা করা, নফল সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়েত চাইতে পারলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, হেদায়েতের পথ দেখাবেন।

      আল্লাহতায়ালার তার বান্দাকে ভালবাসেন কিনা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহতায়ালা দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী নেক আমল করার সুযোগ দান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

      ‘আল্লাহতায়ালা যার কল্যাণ চান, তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বণ্টনকারী।’ সহিহ বোখারি : ৭১

      আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং সে অনুযায়ী আমাদের বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করেন।

      আমিন

      Professor Answered on April 25, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.