জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?

    জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ কী?

    Train Asked on February 6, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      মৃত্যর সময় চায়নার এক বড় ব্যবসায়ী তার স্থাবর স্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ১.৯ বিলিয়ন তার স্ত্রীর নামে লিখে দিয়ে যায়। তার মৃত্যুর পর তার বিধবা বউ তার গাড়ির ড্রাইভারকে বিয়ে করে ফেলে।

      ছবি জোগাড় করে দিয়েছেনঃ তারিনুল আমিন(তাকে ধন্যবাদ)

      একটা ইন্টারভিউতে যখন রিপোর্টাররা সেই বিধবা মহিলাকে জিজ্ঞেসা করেন আপনি আপনার স্বামীর একজন ধনী এবং সম্মানী বন্ধু, ব্যবসায়ের পার্টনার কিংবা সহোযোগীদের মধ্যে কাউকে বিয়ে করার বদলে কেনো ড্রাইভারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি জবাব দেন:

      কারণ সে হচ্ছে ওই মানুষটা যে সবসময় আমার আশেপাশে থাকে, আমার কাজগুলো করে, সবকিছুর দেখাশুনা করে, আমাকে কেনাকাটা করতে নিয়ে যায় এবং আমাকে আনন্দে রাখে।

      আমার স্বামী সবসময় তার ব্যবসায়ীক ভ্রমণে বাহিরে থাকতো, এবং যখন সে আশেপাশে থাকতো, সে সর্বদা তার প্রিয় বন্ধুদের সাথে কিংবা ব্যবসায়ের সহযোগীদের সাথে আড্ডায় মশগুল থাকতো। তাই যখন সে দূরে থাকতো, আমার ড্রাইভার আমাকে বিরক্তিতে পাগল হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। আরেকটা ভাল দিক হচ্ছে তার গভীর রসবোধ।

      এবং আমি আমার মৃত্যু স্বামীর যেকোনো একজন ভাল বন্ধু, ব্যবসায়ের অংশীদার, সহযোগী কিংবা অন্য যে কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি নি, কারণ তারা আমার মৃত স্বামীর মতোই হতো। সব পুরুষরা একইরকম, আমার ড্রাইভার ছাড়া, অবশ্যই। তার উপর ওরা সবাই বিরক্তিকর এবং বিবাহিত।

      তাই আমি ওরচেয়ে ভাল আর কোনো মানুষকে খুঁজে পাই নি যার সাথে আমার টাকা আর বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো।যাইহোক, আমার টাকার দরকার ছিল না আসলে। আমার আসলে যা দরকার ছিল তা হচ্ছে একজন সঙ্গী। আমার প্রয়াত স্বামীর সেরা কোনো বন্ধু, ব্যবসায়িক অংশীদার, ব্যবসায় সহযোগী বা অন্য যে কেউ আমাকে তা দিতে পারতো না।

      যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো এই পুরো ব্যাপারটা নিয়ে তার মতামত কি, সে বলেছিলঃ

      এতদিন আমি ভাবতাম আমি আমার মালিকের জন্য কাজ করছিলাম- কিন্তু এটা ঠিক এখনি, আমি বুঝতে শুরু করেছি আসলে শুরু থেকে আমার মালিকই সবসময় আমার জন্য কাজ করে গিয়েছেন।

      রুঢ় বাস্তবতা হচ্ছেঃ

      1. আমরা যখন মৃত্যু বরণ করি, আমরা সবকিছুই পিছনে ফেলে চলে যাই- এমনকি আমাদের প্রিয় বন্ধুদের, ভালবাসার মানুষদের এবং আমাদের সব ধন সম্পত্তি।
      2. আমাদের টাকা ব্যাংকে পরে থাকে যেনো সেই মানুষরা টাকাগুলো ভোগ করতে পারে যারা এই অর্থ উপার্জনের জন্য বিন্দুমাত্র শ্রম দেয় নি- তবু, যখন আমরা বেঁচে ছিলাম, আমাদের কাছে খরচ করার মতো পর্যাপ্ত টাকা ছিল না। কিন্ত বাস্তবতা হচ্ছে, যখন আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছি, তখনো অনেক টাকা পড়ে ছিল যেগুলো খরচ করা হয় নি।
      3. অনেক টাকা-পয়সা, ধন-সম্পত্তি এবং তার অধিকাংশটা ফেলে রেখে যাওয়ার চেয়ে সুস্বাস্থের অধিকারী হয়ে কয়েকটাদিন বেশী বেঁচে থাকা আরো অর্থবহ।
      4. বয়স বাড়ার সাথে সাথে ভালবাসার মানুষগুলোর সাথে কিংবা তাদের জন্য আপনার সম্পদ বেশী বেশী ব্যয় করাটা জরুরী।
      5. সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে আমাদের অবশ্যই একটা শক্ত এবং স্বাস্থ্যকর শরীরের জন্য পরিশ্রম করতে হবে। কে কার পক্ষে কাজ করছে তাতে আসলেই কিছু আসে যায় না।
      6. উদাহরনস্বরুপ, একটা দামি আইফোন কিংবা অ্যান্ড্রোয়েড স্মার্টফোনে আমরা কেবলমাত্র ৩০ ভাগ ফিচার আর ফাংশনগুলো ব্যবহার করি বাকি ৭০ ভাগ অব্যবহৃত থেকে যায়।
      7. একটা দামি গাড়ির ৭০ ভাগ গতি এবং গ্যাজেটগুলো দরকার পড়ে না।
      8. আপনার যদি একটা বিলাসবহুল অট্টালিকা থাকে, এর ৭০ ভাগ জায়গা আসলে ব্যবহৃতই হয় না বরং খালি পড়ে থাকে।
      9. আর আপনার কাপড় রাখার আলমারির দামী কাপড়গলো? তাদের ৭০ ভাগ তো কখনো পরিধান করাই হয় না।
      10. আপনার একটা পুরো জীবনের কাজ আর উপার্জন — যার ৭০ ভাগ ব্যয় করে অন্য মানুষ।
      11. তাই আমাদের বাকি ৩০ ভাগকে রক্ষা করতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
      12. স্বাস্থ পরীক্ষা করুণ এমনকি আপনি যদি অসুস্থতাবোধ নাও করেন।
      13. প্রচুর পানি পান করুণ যদি তৃষ্ণার্ত না হোন তবুও।
      14. গুরুতর সমস্যার মুখোমুখি হলেও ছেড়ে দিতে শিখুন।
      15. অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাথে আপনার ভাগ্য ভাগ করে নিতে শিখুন।
      16. পরাজয় মেনে নিতে শিখুন এমনকি আপনার যদি মনে হয় আপনি সঠিক তবুও।
      17. বিনীত থাকুন এমনি যদি আপনি খুব ধনী এবং ক্ষমতাবান হোন তবুও।
      18. সন্তুষ্ট থাকার চেষ্টা করুণ এমনি যদি আপনি ধনী না হোন তবুও।
      19. আপনার শরীর, মন এবং আত্নাকে ব্যায়াম করান এমনি যদি আপনি খুব ব্যস্ত মানুষ হোন তবুও।
      20. প্রিয় মানুষগুলোর জন্য সময় বের করুণ।
      Professor Answered on February 6, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.