কোন বিষয়গুলো কখনোই করা উচিত না?

    কোন বিষয়গুলো কখনোই করা উচিত না?

    Train Asked on February 15, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • জীবনে যা হতে চান, সেটা হুট করে হাসিল করতে চাইবেন না। উল্টায়পাল্টায় বারবার দেখুন, আসলে সেটা হতে চান কিনা। এই ব্যাপারটা আপনার জীবন পালটে দেবে। আমরা বেশিরভাগ লোক ই আসলে নিশ্চিত নই, আমরা কি হতে চাই।
      • পড়াশোনায় গাফিলতি করা উচিত না।
      • মা বাবার জোরে বা বন্ধুবান্ধবদের দেখে বা নিজের পছন্দের বাইরে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে না।
      • মিথ্যে কথা বলে মা বাবা বা স্কুল কলেজকে বিভ্রান্ত করা উচিত না।
      • সময়টাকে একদম অবহেলা করবে না। সময় আর ফিরে আসে না।
      • বাজে কাজে লিপ্ত হবে না।
      • বন্ধু বাছাইয়ের সময় সতর্ক থাকবে।
      • বড়দের উপদেশের সম্মান করবে। অল্পবয়সে মনে হতে পারে বড়রা ভুল বলছে কিন্তু বড় হয়ে বুঝবে তুমিই ভুল বুঝেছিলে।
      • বাবার টাকায় পোদ্দারি করো না। নিজের পায়ে দাঁড়াতে না পারলে এই বাবাই একদিন তোমাকে কটু কথা শোনাবেন সেটা আমার থেকে লিখে নাও।
      • কারোর কোনো বাজে কাজকে প্রশ্রয় দেবে না।
      • সবধরণের নেশা থেকে দুরে থাকা উচিত।
      • বাড়ীতে বসে টিভি দেখে আর ভিডিও গেম , প্লে স্টেশন করে জীবনের এই সুন্দর বয়সটাকে নষ্ট করো না।
      • পর্নোগ্রাফি, বাজে ভিডিও, বাজে জোকস, বাজে কথা থেকে শতহস্ত দুরে থাকো।
      • অহংকারী, বদমেজাজি হয়ো না। মা বাবা ছাড়া তোমার অহংকার আর বদমেজাজের স্বভাবকে কেউ পাত্তা দেবে না।
      Professor Answered on February 15, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.