ডিপ্রেশন থেকে মুক্তির উপায়

    ডিপ্রেশন থেকে মুক্তির উপায়

    Add Comment
    2 Answer(s)

      ডিপ্রেশন বা বিষণ্ণতা হলো এমন একটি অবস্থা, যেটি মানুষের ভেতরে ভেতরে ঘুণপোকার মতো খেয়ে ফেলে। আপনি হয়তো বুঝতেই পারবেন যে আপনি ডিপ্রেসড। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে ডিপ্রেশন এড়াতে ব্যায়াম ও খাদ্যাভ্যাসের ভূমিকা সম্পর্কে জানব।

      পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি বলেন, ডিপ্রেশন এতই বেড়েছে যে আজকাল নিউজ পড়লে বা দেখলে অনেক নিউজ দেখছি আত্মহত্যার প্রবণতা বা নিজের কোনও ক্ষতি করা, ইনজুরি করা, এ বিষয়গুলো। এর মূল বিষয় কিন্তু ডিপ্রেশন। লাইফে এতটাই আমাদের চাওয়া যে চাওয়াটাকে পাওয়ায় পরিণত করার জন্য কোনও কিছুই করি না, অথচ কেন পাচ্ছি না, সেগুলো আমাদের পোড়ায়। আমরা যদি একটু পজিটিভ চিন্তা করি, তাহলে ডিপ্রেশনকে অনেকটা রিমুভ করা যায়। কিছু কিছু বিষয় আছে, যেমন হরমোনাল কিছু বিষয় থাকলে তখন মেডিকেশন ছাড়া কোনও ভাবেই ডিপ্রেশন রিমুভ করা যাবে না।

      নিশাত শারমিন নিশি বলেন, ইনিশিয়ালি বা ফার্স্ট স্টেজে যখন দেখবেন যে কোনও বিষয় নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, খুব কমন বিষয়, যেটি আপনি আগে স্বাভাবিকভাবে নিতে পারতেন, এখন আপনি নিতে পারছেন না। এ রকম কেনও ইস্যু যদি আপনার ভেতরে গ্রো করে, এখনই সচেতন হন। আমাদের দেশে লাইফস্টাইল ও ফুড হ্যাবিট এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। আমাদের ন্যাচারাল বা ন্যাচারের ভেতর যাওয়ার সুযোগই কম। সারা দিন কাজ-পরিশ্রম করছি অথবা আমাদের সাথে আছে গ্যাজেট। আমাদের কোনও ফিলিংস বা কোনও অনুভূতি কেউ কাউকে প্রকাশ করছি হয়তো ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু পাশে বসে তার সাথে কথা বলছি না।

      এ পুষ্টিবিদ যুক্ত করেন, আমাদের মনের ভেতর এখন আর ক্লিয়ার থাকে না, স্বচ্ছ থাকে না। আমাদের ভেতরে একটা কালো ছাপ হয়ে গেছে। আর তার সাথে আছে ফুড। আমরা যদি এখন সার্চ করতে যাই, দেখব একটার সাথে একটা ফ্রি, গেলে আপনি কম দামে পেয়ে যাচ্ছেন, তার নাম হলো ফাস্টফুড। ফাস্টফুড আমাদের ব্রেইনের ভেতরে এমন একটা বিষয় তৈরি ফেলেছে, যেটি আমাদের ন্যাচারাল বিষয়গুলো এবং আমাদের যে হরমোন, এনজাইমগুলো প্রপার ওয়েতে কাজ করত, সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমাদের মুখের স্বাদ নষ্ট করে দিচ্ছে এবং অনুভূতিকেও অনেক বেশি নষ্ট করে দিচ্ছে। ফাস্টফুড বা বাইরের খাবারগুলোতে যেটি ব্যবহার করে, সেটি হলো টেস্টিং সল্ট। এ ধরনের প্রিজারভেটিভ খাবারগুলো শরীরের যে ন্যাচারাল এলিমেন্টগুলো আছে বা নিউট্রেন্টগুলো আছে, সেগুলো নষ্ট করে দেয়।

      Professor Answered on February 11, 2024.
      Add Comment

        ডিপ্রেশন বা বিষণ্ণতা হলো এমন একটি অবস্থা, যেটি মানুষের ভেতরে ভেতরে ঘুণপোকার মতো খেয়ে ফেলে। আপনি হয়তো বুঝতেই পারবেন যে আপনি ডিপ্রেসড। আজ আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে ডিপ্রেশন এড়াতে ব্যায়াম ও খাদ্যাভ্যাসের ভূমিকা সম্পর্কে জানব।

        পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি বলেন, ডিপ্রেশন এতই বেড়েছে যে আজকাল নিউজ পড়লে বা দেখলে অনেক নিউজ দেখছি আত্মহত্যার প্রবণতা বা নিজের কোনও ক্ষতি করা, ইনজুরি করা, এ বিষয়গুলো। এর মূল বিষয় কিন্তু ডিপ্রেশন। লাইফে এতটাই আমাদের চাওয়া যে চাওয়াটাকে পাওয়ায় পরিণত করার জন্য কোনও কিছুই করি না, অথচ কেন পাচ্ছি না, সেগুলো আমাদের পোড়ায়। আমরা যদি একটু পজিটিভ চিন্তা করি, তাহলে ডিপ্রেশনকে অনেকটা রিমুভ করা যায়। কিছু কিছু বিষয় আছে, যেমন হরমোনাল কিছু বিষয় থাকলে তখন মেডিকেশন ছাড়া কোনও ভাবেই ডিপ্রেশন রিমুভ করা যাবে না।

        নিশাত শারমিন নিশি বলেন, ইনিশিয়ালি বা ফার্স্ট স্টেজে যখন দেখবেন যে কোনও বিষয় নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, খুব কমন বিষয়, যেটি আপনি আগে স্বাভাবিকভাবে নিতে পারতেন, এখন আপনি নিতে পারছেন না। এ রকম কেনও ইস্যু যদি আপনার ভেতরে গ্রো করে, এখনই সচেতন হন। আমাদের দেশে লাইফস্টাইল ও ফুড হ্যাবিট এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। আমাদের ন্যাচারাল বা ন্যাচারের ভেতর যাওয়ার সুযোগই কম। সারা দিন কাজ-পরিশ্রম করছি অথবা আমাদের সাথে আছে গ্যাজেট। আমাদের কোনও ফিলিংস বা কোনও অনুভূতি কেউ কাউকে প্রকাশ করছি হয়তো ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু পাশে বসে তার সাথে কথা বলছি না।

        এ পুষ্টিবিদ যুক্ত করেন, আমাদের মনের ভেতর এখন আর ক্লিয়ার থাকে না, স্বচ্ছ থাকে না। আমাদের ভেতরে একটা কালো ছাপ হয়ে গেছে। আর তার সাথে আছে ফুড। আমরা যদি এখন সার্চ করতে যাই, দেখব একটার সাথে একটা ফ্রি, গেলে আপনি কম দামে পেয়ে যাচ্ছেন, তার নাম হলো ফাস্টফুড। ফাস্টফুড আমাদের ব্রেইনের ভেতরে এমন একটা বিষয় তৈরি ফেলেছে, যেটি আমাদের ন্যাচারাল বিষয়গুলো এবং আমাদের যে হরমোন, এনজাইমগুলো প্রপার ওয়েতে কাজ করত, সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমাদের মুখের স্বাদ নষ্ট করে দিচ্ছে এবং অনুভূতিকেও অনেক বেশি নষ্ট করে দিচ্ছে। ফাস্টফুড বা বাইরের খাবারগুলোতে যেটি ব্যবহার করে, সেটি হলো টেস্টিং সল্ট। এ ধরনের প্রিজারভেটিভ খাবারগুলো শরীরের যে ন্যাচারাল এলিমেন্টগুলো আছে বা নিউট্রেন্টগুলো আছে, সেগুলো নষ্ট করে দেয়।

        Professor Answered on February 11, 2024.
        Add Comment
      • RELATED QUESTIONS

      • POPULAR QUESTIONS

      • LATEST QUESTIONS

      • Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.